Quick Link
রেজিষ্ট্রেশনের নিয়মাবলী
১। প্রয়োজনীয় কাগজপত্র
** ১ কপি পাসপোর্ট সাইজের ছবি।
** ssc/সমমান এর সনদ/ নম্বরপত্র এর কপি
** স্নাতক/ডিগ্রি/ফাজিল/সমমান এর সনদ/ নম্বরপত্র এর কপি ভর্তির ফর্মটি ফিলাপ করার সময় সাথে রাখুন
২। বিকাশ নাম্বারে "পেমেন্ট" করতে হবে।
৩। ০১৭৭২-৫৪১৮৮১ ( বিকাশ পেমেন্ট ) নম্বরে ৫১০০(পাঁচ হাজার একশত) টাকা প্রদান করে ট্রানজেকশন নম্বর সংরক্ষন করতে হবে।
৪। সংরক্ষিত ট্রানজেকশন নম্বরটি ফর্ম পূরনের সময় সঠিক প্রদান করতে হবে। ভূল ট্রানজেকশন নম্বরে ভর্তি বাতিল হয়ে যাবে।
৫। ভর্তির ৫১০০(পাঁচ হাজার একশত) টাকা বিকাশ/নগদ খরচসহ মোট কোর্স ফি থেকে সমন্বয় করা হবে।
৬। কোর্স ফি ছাড়া অতিরিক্ত কোন ফি গ্রহণ করা হয়না।
৭। ভর্তি + রেজিঃ + ফর্ম ফিলাপ + বই /হ্যান্ডনোট সহ কোর্স ফি (২৫০০০ টাকা) এর মধ্যে সীমাবদ্ধ।(চারুকলা)
৮। ভর্তি + রেজিঃ + ফর্ম ফিলাপ সহ কোর্স ফি (১৫০০০ টাকা) এর মধ্যে সীমাবদ্ধ।(কম্পিউটার টেকনোলজি)
৯। প্রতি পর্বের কেন্দ্র ফি ৫০০ (পাঁচশত টাকা) শিক্ষার্থী বহন করবে।